কক্সবাজারে ১৩ দেশের পর্যটনমন্ত্রী, রাষ্ট্রদূত ও সচিব

ছবি : এনটিভি
জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) সেক্রেটারি জেনারেল তালেব রিফাইওর নেতৃত্বে ১৩টি দেশের পর্যটনমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এখন অবস্থান করছেন কক্সবাজারে।
বুধবার বিকেল ৫টায় বিশেষ হেলিকপ্টারযোগে তাঁরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে যান সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে। সেখানে পানির খুব কাছাকাছি ছাতা-চেয়ারে বসে পশ্চিমাকাশে সূর্য ডোবার মনোরম দৃশ্য দেখেন অতিথিরা।
বৃহস্পতিবার সকালে রামুর বৌদ্ধবিহার পরিদর্শন করবেন তাঁরা। চীন, জাপান, কোরিয়া, শ্রীলংকা, আফগানিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, থাইল্যান্ড, ভুটান, নেপাল, লাওস ও ভারতের পর্যটনমন্ত্রীসহ উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তা এ সফরে রয়েছেন।