নাটোরে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
নাটোর জেলা কারাগারে আবদুর রাজ্জাক নামে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর আবদুর রাজ্জাকের মৃত্যু হয়। তিনি নাটোরের সিংড়া উপজেলার পূর্ব ভেংরি গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
জেল সুপার আবদুল বারেক জানান, গতকাল রাতে নাটোর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি আবদুর রাজ্জাক। পরে তাঁকে কারাগার থেকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত বছরের ১৮ সেপ্টেম্বর একটি অস্ত্র মামলায় আবদুর রাজ্জাককে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। তখন থেকে তিনি নাটোর জেলা কারাগারেই সাজা ভোগ করছিলেন।