কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত
কুমিল্লা সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে দাবি করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।
আজ শুক্রবার ভোরে উপজেলার বিবিরবাজার সীমান্তে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে বলেছেন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।
নিহত ব্যক্তির নাম প্রশান্ত কুমার দাস (২৯)। তিনি নগরীর মোগলটুলী পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেন, ভোরে ভারত সীমান্তবর্তী বিবিরবাজার এলাকায় বিজিবির একটি টহল দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
‘এতে এক মাদক ব্যবসায়ী আহত হয়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।’
বিজিবির কর্মকর্তা আরো দাবি করেন, এ সময় ঘটনাস্থল থেকে চার হাজার ৩৮৫টি ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।