রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনে আট দেশের পর্যটনমন্ত্রী

কক্সবাজারের রামুর বৌদ্ধ পুরাকীর্তি পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত আট দেশের পর্যটনমন্ত্রীসহ ১৮ সদস্যর প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রামুতে পৌঁছে প্রথমে উত্তর মিঠাছড়ির পাহাড় চূঁড়ায় নির্মিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে দেশের বৃহত্তম গৌতম বুদ্ধের ১০০ ফুট সিংহশয্যা বুদ্ধ মূর্তি পরিদর্শন করেন তাঁরা। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।
এরপর মহামতি বুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে বিশ্বে প্রথমবারের মতো স্থাপিত সম্রাট অশোকের আবক্ষ মূর্তিসহ বিহারের বিভিন্ন দিক পরিদর্শন করেন।
ঢাকায় আন্তর্জাতিক বুড্ডিস্ট পর্যটন সম্মেলনে যোগ দিতে আসা এসব অতিথি গতকাল বুধবার কক্সবাজারে আসেন।
এ সময় তাঁরা বলেন, সমুদ্রসৈকত ঘেঁষা এসব বৌদ্ধ ঐতিহ্য হবে নতুন এক পর্যটন গন্তব্য। সেইসঙ্গে বৌদ্ধ সংস্কৃতি সংরক্ষণের জন্য সরকারকে ধন্যবাদ জানান অতিথিরা। তাঁরা জানান, বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্ব ঐতিহ্যের অংশ। এ থেকে পর্যটন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হতে পারে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এ প্রতিনিধিদলের সফরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা অটুট আছে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।