জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পার্ট-৩ পরীক্ষার ফল প্রকাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/29/photo-1446121265.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স পার্ট-৩ পরীক্ষার ফল আজ (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। সন্ধ্যা ৭টা থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ পরীক্ষায় ৩১৮টি কলেজের ১৫৩টি কেন্দ্রের মাধ্যমে মোট এক লাখ ৫০ হাজার ২৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ফলাফল মোবাইল ফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে nu<space> h3 <space> Roll no লিখে ১৬২২২ নাম্বারে Send করে জানা যাবে এবং রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd-তে পাওয়া যাবে।
অনার্স পার্ট ৩-এর তত্ত্বীয় পরীক্ষা গত ১০ জুন শুরু হয়ে ৮ জুলাই শেষ হয়। এরপর ব্যবহারিক পরীক্ষা ৫ সেপ্টেম্বর শেষ হয়।