ঝিনাইদহে নারী ও শিশু রিপোর্টিংবিষয়ক কর্মশালা
ঝিনাইদহে নারী ও শিশু রিপোর্টিংবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঝিনাইদহ প্রেসক্লাব অডিটরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. আলাতাফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান।
এ সময় জেলা তথ্য কর্মকর্তা এ এস এম কবির, পিআইবির প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন, প্রশিক্ষক আব্দুল্লাহ শাহারিয়ার বক্তব্য দেন।
কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
আগামীকাল শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। তিনি অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করবেন।