ক্যানসার আক্রান্ত সোহাগ বাঁচতে চায়, প্রয়োজন ৫০ লাখ টাকা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/07/02/photo-1562044301.jpg)
দুরারোগ্য মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত মনির হোসেন সোহাগ। কম্পিউটার সায়েন্স থেকে পাস করা মনির হোসেন সোহাগ ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে মাইক্রোল্যান্ডের (আইআইসিই) ব্যাচ-০২-এর মেধাবী ছাত্র ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। সোহাগ দুই বছরের অধিক সময় ধরে যুদ্ধ করছেন দুরারোগ্য পাকস্থলীর ক্যানসারের সঙ্গে। সম্প্রতি ধরা পড়েছে তাঁর কিডনির রোগ। বর্তমানে ভারতের চেন্নাইয়ের ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
মনিরের চিকিৎসার ব্যয়বহুল খরচ জোগানো তাঁর পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়েছে। ব্যক্তিগত ও পারিবারিক সঞ্চয় যা ছিল, তার সবটুকু খরচ করে আজ নিঃস্ব হওয়ার পথে মনিরের পরিবার। মনিরের পরিবারের পক্ষে বর্তমানে চিকিৎসার খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য আরো প্রায় অর্ধকোটি টাকার জরুরি দরকার। এ অবস্থায় সমাজের হৃদয়বান ও বিত্তশালীদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন মনির হোসেন সোহাগের পরিবারের সদস্যরা।
মনির হোসেন সোহাগের পক্ষে বন্ধু শেখ মোহাম্মদ শাখাওয়াত হোসেন রনির কাছে সাহায্য পাঠানোর ঠিকানা :
অ্যাকাউন্ট নাম : শেখ মোহাম্মাদ শাখাওয়াত হোসেন।
অ্যাকাউন্ট নম্বর : 4008-121-50737
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা।
বিকাশ (পার্সোনাল) : 01741674189