শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/07/03/photo-1562146547.jpg)
সদর উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু মৌমিতাকে ধর্ষণ ও হত্যার দায়ে সোহাগ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নাটোরের এক আদালত।
আজ বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ মাইনুল হক এ রায় দেন। একই সঙ্গে বিচারক আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেছেন।
সোহাগ নাটোর শহরের বড়গাছা এলাকার বাসিন্দা। মৌমিতার বড় বোনকে বিয়ে করেছেন সোহাগ।
আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহজাহান কবীর বলেন, ২০১৭ সালের ১০ জুলাই নাটোর শহরের বড়গাছা এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যায় পঞ্চম শ্রেণির ছাত্রী মৌমিতা। ঘুরতে যাওয়ার কথা বলে সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকার একটি কলাবাগানে মৌমিতাকে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা শেষে পালিয়ে যান সোহাগ।
পরদিন পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার ও সোহাগকে আটক করে। পরবর্তী সময়ে ওই ঘটনায় মামলা হলে সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে আজ বিচারক অভিযুক্ত সোহাগকে এ দণ্ডাদেশ দেন।