পঞ্চগড়ে এনটিভির সাফল্য কামনা
পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এনটিভির ১৭তম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে পঞ্চগড় প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে এনটিভির ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ ছাড়া এনটিভি সুনামের সঙ্গে মানসম্মত অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্যতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
শোভাযাত্রা ও আলোচনা সভায় পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মজিবর রহমান, পঞ্চগড় পৌরসভার মেয়র বিএনপি নেতা মো. তৌহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা, জেলা উদীচীর সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম বুলবুল, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রণিক, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, তাঁত ব্যবসায়ী আব্দুল মজিদ, সাংবাদিক এ হোসেন রায়হান, রাজিউর রহমান রাজু, লুৎফর রহমান, আব্দুর রহিম, রওশন জামিল চৌধুরী ডলার, আসাদুজ্জামান আসাদ, খোরশেদ আলম, মো. শাহজাহান আলী, মাহামুদুল হাসান বাবু, আব্দুল কাইয়ুম, আসাদুজ্জামান আপেল, শহিদুল ইসলামসহ এনটিভি দর্শক ফোরাম, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।