কলেজের পথেই পড়ে রইল প্রভাষকের রক্তাক্ত লাশ

সড়কের এক ধারে পড়ে রয়েছেন প্রভাষক জাহানারা খাতুন। চারপাশ রক্তাক্ত। মানুষের ভিড়। এই সড়ক ধরেই কলেজের পথে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর কলেজে যাওয়া হয়নি তাঁর। প্রাণ দিতে হয় বেপরোয়া ট্রাকের ধাক্কায়।
তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পালাতে ব্যর্থ হয় ওই ট্রাকের চালক। পরে ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সাতক্ষীরার তালা উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জাহানারা খাতুন (৩৮) পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। আটক ট্রাকচালকের নাম নজরুল।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, একটি তিন চাকার ভ্যানে করে নোয়াপাড়া থেকে কলেজে যাচ্ছিলেন জাহানারা খাতুন। এ সময় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই সড়কের ওপর ছিটকে পড়েন জাহানারা। এ সময় তাঁকে চাপা দিয়েই চলে যায় ট্রাকটি।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা দ্রুত ধাওয়া করে ওই ট্রাকের চালক নজরুলসহ ট্রাকটি আটক করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। চালককে আটক করে ট্রাকটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
জাহানারার লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি রেজাউল ইসলাম।