পাবনা থেকে দিনে গ্রেপ্তার, নাটোরে রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/07/13/photo-1562993688.jpg)
নাটোরের লালপুর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ মানিকুজ্জামান মানিক (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি হত্যা মামলার আসামি ও ছিনতাইকারী চক্রের সদস্য।
গতকাল শুক্রবার রাতে উপজেলার তোফাকাটা মোড়ে ওই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানিয়েছেন।
নিহত মানিক ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংরি গ্রামের বাসিন্দা। তিনি ‘শ্যুটার মানিক’ নামেও লোকজনের কাছে পরিচিত।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল দাবি করেন, চলতি মাসের ৫ তারিখে নাটোরের বড়াইগ্রামে আল আমিন নামে এক কলেজছাত্রকে হত্যা করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনার রূপপুর এলাকা থেকে ওই ছিনতাইচক্রের সদস্য মানিককে আটক করে নাটোর পুলিশ। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঈশ্বরদীর একটি বাড়ি থেকে নিহত কলেজছাত্র আল আমিনের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
‘পরে গতরাতে মানিককে নিয়ে তাঁর অন্য সহযোগীদের ধরতে অভিযান চালায় পুলিশ। সে সময় লালপুরের তোফাকাটা মোড় এলাকায় পুলিশের ওপর হামলা চালায় মানিকের সহযোগীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। সে সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন মানিক। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন’, যোগ করেন ওসি।
মানিকের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ প্রায় এক ডজন মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি। আজ বেলা ১১টার দিকে জেলা ডিবি কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।