সরকার সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে : আনু মুহাম্মদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সরকার আজ জনগণের নিরাপত্তা না দিয়ে সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে। জনগণকে নিরাপত্তা দিতে পারছে না বলেই বার বার মুক্তমনা লেখকদের খুন হতে হচ্ছে।
আজ রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশ নিয়ে এ কথা বলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
শনিবার জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা, প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে জখম করার প্রতিবাদে ‘কবি-লেখক-চিন্তক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা এই হত্যাকাণ্ড এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত খুনিদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশিদের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক খালেদ হোসাইন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক আমিনুল ইসলাম দুর্জয়, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক সুফী মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক সৈয়দ মঈনুল আলম নিজার, হিমেল বরকত প্রমুখ।
এর আগে দীপন হত্যার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে অমর একুশের পাদদেশে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, একের পর এক মুক্তমনা চিন্তাশীল লেখকদের হত্যা করা হলেও প্রশাসন বরাবরই নির্বাক থেকে যাচ্ছে। সরকার ও বিরোধী পক্ষ একে অপরের ওপর দোষারোপ করতে ব্যস্ত, কিন্তু প্রকৃত খুনিরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।