মেহেরপুর জেলা যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/01/photo-1446393204.jpg)
মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আজ রোববার বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি
বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল আজ রোববার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সামিউন বাসিরা পলির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদিকা অধ্যাপক অপু উকিল। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিটের যুব মহিলা লীগের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।