রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
রাজধানীর উত্তরখানে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজীব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে।
এ বিষয়ে উত্তরখান থানায় ফোন দিলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, রাতে রাজীব নামে এক ব্যক্তিকে নিয়ে অভিযানে গেলে র্যাবের সঙ্গে রাজীবের গ্রুপের অন্য সদস্যদের ‘বন্দুকযুদ্ধ’ হয়।
এর এক পর্যায়ে রাজীব গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নিহত রাজীবকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ সদস্য।