অপেক্ষায় নির্বাচন কমিশন
দু-চার দিনের মধ্যে অধ্যাদেশ না পেলে নতুন আইনে পৌরসভা নির্বাচন করা সম্ভব হবে না। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এ কথা জানিয়েছেন। আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শাহ নেওয়াজ বলেন, ‘যেকোনো নির্বাচন করতে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। কাজেই দুই/চার দিনের মধ্যে যদি আইনটি না পাওয়া যায়, তাহলে ডিসেম্বরে নতুন আইনে পৌরসভা নির্বাচন করা সম্ভব হবে না।’ তিনি বলেন, ‘হয় আমাদের পুরোনো আইনে নির্বাচন করতে হবে, না হয় এমন একটি বিধান রাখতে হবে যেন নির্বাচন কমিশন ইচ্ছে করলে তা পরিবর্তন করে স্বল্প সময় পর নির্বাচনের তারিখ নির্ধারণ করতে পারে।’
সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিধানটি রাখতে বলা হবে বলে নির্বাচন কমিশনার জানান। তিনি বলেন, ‘মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে দলীয় প্রতীকে হবে। কিন্তু এ ধরনের কোনো আইন এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি।’ তিনি আরো বলেন, ‘আমরা যেহেতু ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব, তাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের আইনগুলো দিতে হবে।’
মো. শাহনেওয়াজ সংশয় প্রকাশ করেন, ‘এমনও হতে পারে যে আমরা সঠিক সময়ে নির্বাচন করতে পারছি না।’
স্বতন্ত্র প্রার্থীদের জন্য কী নিয়ম রাখা হবে -এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১% ভোটার না কি একটি নির্দিষ্ট সংখ্যক ভোটারের বিধান রাখা হবে তা কমিশন বৈঠকে সিন্ধান্ত নেওয়া হবে। তবে সবই হবে আইন আসার পর।