ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা নেই মাদারীপুরে সরকারি হাসপাতালগুলোতে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/07/30/photo-1564464396.jpg)
মাদারীপুরে সরকারি হাসপাতালগুলোতে নেই ডেঙ্গু জ্বর শনাক্ত করার যথাযথ ব্যবস্থা। রোগীদের অভিযোগ, বেসরকারি ক্লিনিক থেকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেও সরকারি হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তাঁরা। গত ৫ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ রোগী। এর মধ্যে গত সপ্তাহে ভর্তি হয়েছেন ১০ জন। ফলে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু জ্বর নির্ণয়ের যন্ত্র ক্রয়ের জন্য আগামী অর্থবছরে বরাদ্দ রাখবেন।
১০০ শয্যাবিশিষ্ট মাদারীপুর সদর হাসপাতালে ৪৮ ঘণ্টার ব্যবধানে ভর্তি হয় ছয়জন। যাদের মধ্যে চারজনই মাদারীপুরে নিজ গ্রাম থেকে এডিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বাকিরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়া রোগীদের সবাইকে সাধারণ রোগীদের সঙ্গেই রাখা হয়েছে। হাসপাতালে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। রোগীদের দেওয়া হচ্ছে যৎসামান্য ওষুধ সেবা। ফলে দিন দিন রোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকাসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করছেন চিকিৎসকরা। সদর হাসপাতালে কেন ডেঙ্গু জ্বর নির্ণয়ক যন্ত্রপাতি নেই, এ নিয়ে ক্ষোভের অন্ত নেই রোগীর স্বজনদের।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, গত ৫ জুলাই থেকে এ হাসপাতালে মোট ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। যাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই চিকিৎসক জানান, সাধ্যের সবটুকুই তাঁরা করে যাচ্ছেন।
আর স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন দাবি করেন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকার কারণে ডেঙ্গু রোগ নির্ণয়ক যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি। আগামী বছর ডেঙ্গু শনাক্তকরণ কিট ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ রাখবেন।
সদর হাসপাতাল ছাড়া জেলার অন্য তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি। স্বাস্থ্য বিভাগ মনে করে, ডেঙ্গুর বাহন এডিস মশা জন্মাতে পারে, এমন ঝোপঝাড় পরিষ্কার রাখা জরুরি।