খালেদা জিয়ার ব্যাপারে বহু তথ্য আছে : তথ্যমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান ভারতীয় অপরাধী চক্রের প্রধান দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই সন্ত্রাসীর সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের জড়িত থাকার বিষয়ে সরকারের কাছে আলামত আছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য, নাশকতা-অন্তর্ঘাতের জন্য, বাংলাদেশের সীমানার বাইরে যেসব সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে সেইখানেও বেগম খালেদা জিয়া এবং তাঁর পুত্র যোগাযোগ করার আলামত আছে। যেমন দাউদ ইব্রাহীমের সাথে। এ রকম বহু তথ্য আমাদের কাছে আছে। বেগম খালেদা জিয়া, উনি তো স্বাভাবিক রাজনীতির পথ ছেড়ে অস্বাভাবিক পথে গেছেন।’
তথ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘খালেদা জিয়া জঙ্গিবাদীদের মদদ দিচ্ছেন। সেই জঙ্গিবাদীদের যদি কোনো তালেবানি চক্র, আইএস চক্র বা কোনো আন্তর্জাতিক নাশকতা চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত হয় বা সম্পর্ক আছে কি না তা আমরা খতিয়ে দেখব। কিন্তু বেগম খালেদা জিয়া এবং তার পুত্র এবং বিএনপি নেতারা যাঁরা প্রবাসে আছেন, তাঁরা কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র যারা মধ্যপ্রাচ্যে কাজ করছেন, যাঁরা আফগানিস্তান-পাকিস্তানে কাজ করছেন, সেইখানে তারা প্রত্যক্ষ যোগাযোগের চেষ্টা করছেন। সেই আলামত আমাদের কাছে আছে। সুতরাং বেগম খালেদা জিয়া মুখে যাই বলুন না কেন, উনিই বাংলাদেশে এই মুহূর্তের জঙ্গিবাদের প্রধান নেত্রী।’
এ সময় খালেদা জিয়াকে বর্তমানে বাংলাদেশের রাজনীতির খলনায়িকা বলে উল্লেখ করেন হাসানুল হক ইনু।