ডেঙ্গুতে মাদারীপুরের যুবকের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/08/01/photo-1564634504.jpg)
মাদারীপুরের শিবচর উপজেলার ফারুক খান (২২) নামের এক যুবক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পারিবারিক সূত্র জানায়, ছয় দিন আগে গত শুক্রবার প্রচণ্ড জ্বর নিয়ে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ফারুক খানকে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠান। রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসা শেষে গতকাল বুধবার বিকেলে মারা যান তিনি।
নিহত ফারুক খানের বাড়ি শিবচর উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকার সলু বেপারীর কান্দিতে। ফারুক কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকার মোল্লা হোটেলে বাবুর্চির কাজ করতেন। ফারুকের বাবা বাবু খান পেশায় একজন ভ্যানচালক। তবে ফারুকের আয়ের ওপর নির্ভর করেই তাঁদের সংসার চলত।
বুধবার বিকেলেই নিহত ফারুকের মরদেহ নিয়ে স্বজনরা ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যার পরে শিবচরে গ্রামের বাড়ি এসে পৌঁছান। আজ বৃহস্পতিবার সকালে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত ফারুকের ঘনিষ্ঠ বন্ধু রাকিব বলেন, ‘প্রায় ছয় দিন আগে ওর (ফারুক) শরীরে জ্বর দেখা দেয়। তখন আমরা শিবচর হাসপাতালে নিয়ে যাই।’
নিহতের বাবা বাবু খান বলেন, ‘গত শুক্রবার ফারুকের জ্বর দেখা দেয়। ওই সময় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। সেখানকার ডাক্তাররা তাকে দ্রুত ঢাকায় পাঠান। ঢাকায় পাঁচ দিন চিকিৎসার পর বুধবার বিকেলের দিকে আমার ছেলে মারা যায়।’
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, গত ৫ জুলাই থেকে এই মাদারীপুর সদর হাসপাতালে মোট ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।