৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদী থেকে ধরে নিয়ে যাওয়া ছয় বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে অক্ষত অবস্থায় তাদের ফেরত দেওয়া হয়।
বিজিবি-৩৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ এরশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। অবৈধভাবে অনুপ্রবেশের জন্য তাদের বিএসএফ ধরে নিয়ে গিয়েছিল বলে জানান তিনি।
বিজিবি উপ-অধিনায়ক আরো জানান, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে পদ্মা নদী থেকে বালু উত্তোলনকারী ইঞ্জিনচালিত একটি নৌকা ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে গিয়েছিল। এ সময় অনুপ্রবেশের দায়ে নৌকাসহ নৌকার আরোহী ছয় বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যায় বিএসএফ।
বিজিবির গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ক্যাম্পের সদস্যরা বিষয়টি জানতে পেরে পতাকা বৈঠকের জন্য গতকালই বিএসএফকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে আজ বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ছয় বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।