স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ‘কফিন মিছিল’
লেখক-প্রকাশকদের ওপর হামলার দ্রুত বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে প্রতীকী কফিন মিছিল করছে গণজাগরণ মঞ্চ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু করেন মঞ্চের কর্মীরা। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত মিছিল করে যাবেন তাঁরা। এর পর সেখানে লেখক-প্রকাশকদের হত্যা ও তাঁদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি জমা দেবে গণজাগরণ মঞ্চ।
urgentPhoto
যারা প্রকৃত অপরাধী, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা, যুদ্ধাপরাধের বিচারসহ বিভিন্ন স্লোগান দিতে দিতে এ মুহূর্তে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হচ্ছে মিছিলটি।
মিছিলে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, শান্তিপূর্ণ মিছিল হলে পুলিশ তাতে কোনোরকম বাধা দেবে না। মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতেও বাধা দেওয়া হবে না।
গত ৩১ অক্টোবর জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে হত্যা ও শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক তারেক রহিম ও ব্লগার রণদীপম বসুকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে গত মঙ্গলবার সারা দেশে আধাবেলা হরতাল পালন করে গণজাগরণ মঞ্চ।