কুমিল্লায় নারীর গলা কাটা লাশ উদ্ধার
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝোলাই গ্রামের একটি জমি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে ওই নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ ঘাতকদের গ্রেপ্তারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।