মুক্ত বুদ্ধির লড়াইয়ে থাকার অঙ্গীকার প্রকাশকের
দুর্বৃত্তদের হামলার শিকার প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুল মুক্ত বুদ্ধির লড়াইয়ে থাকার অঙ্গীকার করেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি তাঁর ফেসবুকে এ-সংক্রান্ত এক বার্তায় এ অঙ্গীকার করেন। এ মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
টুটুল ফেসবুকে লেখেন, ‘শুভসকাল বাংলাদেশ। শুভসকাল মহাপৃথিবী। আবারো আঙুল ছোঁয়া পেল কি-বোর্ডের। এ যেন ঠিক বন্ধুদের সঙ্গে হ্যান্ডশেক করার আনন্দ।’ তিনি বলেন, ‘বুদ্ধির মুক্তির লড়াইয়ে, মুক্ত বুদ্ধির লড়াইয়ে আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। সঙ্গে থেকো বাংলাদেশ।’
গত ৩১ অক্টোবর রাজধানীর লালমাটিয়ায় নিজ কার্যালয়ে হামলার শিকার হন আহমেদুর রশীদ টুটুল, ব্লগার-লেখক রণদীপম বসু ও তারেক রহিম। একই দিন জাগৃতি প্রকাশনের কর্ণধার ফয়সল আরেফিন দীপনকেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। টুটুল ও দীপন দুজনই প্রয়াত লেখক-ব্লগার অভিজিৎ রায়ের প্রকাশক। গত বইমেলায় অভিজিৎকেও হত্যা করা হয়।
হামলার ঘটনায় দেশ-বিদেশে প্রতিবাদের ঝড় বয়ে যায়। দেশের লেখক-ছাত্র-শিক্ষক ও বুদ্ধিজীবী মহল রাস্তায় নেমে আসে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে নিন্দা জানানো হয়।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গিবাদী কার্যক্রম নজরদারি সংস্থা সাইট জানায়, লেখক-প্রকাশকদের ওপর হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।