সাতক্ষীরায় নাশকতা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৭১
সাতক্ষীরায় নাশকতা পরিকল্পনার অভিযোগে ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার ভোর পর্যন্ত জেলার সাতটি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরার পৌর কাউন্সিলর শহীদুল ইসলাম, জেএমবির সদস্য সেলিম বাবু ওরফে টাক বাবু এবং ওয়ার্ড জামায়াত নেতা লুৎফর রহমান রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার লক্ষ্যে ওই লোকজন বিভিন্ন স্থানে জড়ো হয়েছে—এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে আরো একটি করে মামলা হবে।
সাতক্ষীরা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১৪ জন,কালীগঞ্জ ও কলারোয়ায় ১৩ জন করে,পাটকেলঘাটা ও আশাশুনিতে ৮ জন করে, তালায় ছয়জন, শ্যামনগরে পাঁচ এবং দেবহাটা থানায় চারজনকে রাখা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।