সাপে দংশনের পর ওঝার কাছে বেদে, হাসপাতালে মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলায় সাপের দংশনে একলু মিয়া (৩৫) নামের বেদে সম্প্রদায়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই সাপের দংশনে আহত হয়েছেন তাঁর স্ত্রী আলিনা খাতুন (২২)। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আলিপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
একলু মিয়া যশোরের বারোবাজার এলাকার বাসিন্দা। তিনি স্ত্রীসহ দীর্ঘদিন ধরে তাঁবু টানিয়ে সাতক্ষীরার বেদেপল্লীতে থাকতেন।
উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ জানান, গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় একলু মিয়া ও তাঁর স্ত্রী দুজনকেই একটি বিষধর সাপ কামড় দেয়। এরপর তাঁদের স্থানীয় ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয়।
অবস্থার অবনতি হলে তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক একলু মিয়াকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী আলিনা খাতুন এখনো চিকিৎসাধীন।
আলিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান।