বদলি পরীক্ষা দেওয়ায় ৪ জনকে এক বছর করে সাজা
অন্যজনের হয়ে (প্রক্সি) পরীক্ষা দেওয়ার অভিযোগে ফরিদপুরে আজ শনিবার চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
সাজার আদেশ পাওয়া চার ভুয়া পরীক্ষার্থী হলেন মেহেদী হাসান মারুফ, আবুবকর সিদ্দিক, ইমু বিন তসলিম ইমরাত ও নাঈম আহমেদ।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাসিনা বানু জানান, আজ শনিবার দুপুর ১টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ সালের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ইংরেজি বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মেহেদী হাসান মারুফ, আবুবকর সিদ্দিক, ইমু বিন তসলিম ইমরাত ও নাঈম আহমেদ নামের চার ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। তাঁরা অন্যের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। এই অভিযোগে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিয়ার রহমান খান কলেজে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চার ভুয়া পরীক্ষার্থীকে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন। পুলিশ সদস্যরা তাঁদের জেলহাজতে নিয়ে যান।