কাঠবোঝাই ট্রলিকে চাপা দিল বাস, নিহত ৩

কক্সবাজার সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস কাঠবোঝাই ট্রলিকে চাপা দিলে তিনজন নিহত হয়। আজ রোববার সকালে উপজেলার ইসলামপুরের নাপিতখালী নতুন অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এরা হলো উপজেলার মধ্যম নাপিতখালী এলাকার আবদুল আলীমের (বাছু বলী) ছেলে সাইফুল ইসলাম, একই এলাকার মৃত মোজাহের আহমদের ছেলে ট্রলিচালক নুরুল ইসলাম ও আবদুল মজিদের ছেলে মো. জসিম উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঠবোঝাই ট্রলিটি কক্সবাজারের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ট্রলিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলিতে থাকা যাত্রী সাইফুল মারা যায়।
ট্রলিচালক নুরুল ও জসিমকে গুরুতর আহত অবস্থায় চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
পরে বাসটিকে আটক করে স্থানীয় জনতা পুলিশে দেয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম চৌধুরী।