জয়পুরহাটে সীমিত আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ্যে উন্মুক্ত স্থানে র্যালি, সভা-সমাবেশ ও মাইক ব্যবহারে পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় জয়পুরহাটে সীমিত আয়োজনে পালিত হয়েছে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে আজ রোববার সকালে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা হয়।
এতে অন্যদের মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মমতাজ উদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে দলীয় কার্যালয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা যায়।