মৃত্যুর ৫ মাস পর নাটোরে গৃহবধূর লাশ উত্তোলন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/03/photo-1567515812.jpg)
মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার নওদাজোয়ারি কবরস্থান থেকে গৃহবধূ জিয়াসমিনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ছবি : এনটিভি
আদালতের নির্দেশে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মৃত্যুর প্রায় পাঁচ মাস পর গৃহবধূ জিয়াসমিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক সুমন আহমেদ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফিনের উপস্থিতিতে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ বড়াইগ্রাম উপজেলার নওদাজোয়ারি কবরস্থান থেকে জিয়াসমিনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, গত ৩১ মার্চ নওদা জোয়ারি গ্রামের স্বামীর ঘরে মৃত্যু হয়েছিল জিয়াসমিনের। তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়েছিল। মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় জিয়াসমিনের বড় বোন ইয়াসমিন বাদী হয়ে গত ২৪ জুন ভগ্নিপতি বেলাল হোসেন ও তাঁর প্রেমিকা হালিমার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন।