নাটোরে মাদ্রাসাছাত্রকে বলাৎকার, আটক ৫
নাটোরে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় ওই মাদ্রাসার সেক্রেটারিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। অসুস্থ ওই ছাত্র এখন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ওই মাদ্রাসাছাত্রকে এক সপ্তাহ ধরে বলাৎকার করে আসছিলেন শিক্ষক শাহাদৎ হোসেন। একপর্যায়ে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে। গ্রাম্য চিকিৎসকের পরামর্শে গত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের লোকজন বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে তারা উল্টো ছাত্রের পরিবারকে হুমকি দেয়। পরে নাটোর থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে মাদ্রাসার সেক্রেটোরি মোফাচ্ছের মাস্টারসহ পাঁচজনকে আটক করে। তবে পালিয়ে যায় মূল অভিযুক্ত শিক্ষক শাহাদৎ হোসেন।