মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত যুবলীগ নেতার মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/14/photo-1568426845.jpg)
মাদারীপুরের শিবচর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেলিম মাতুব্বর (৩৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। শিবচর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক গৌড়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সেলিম মাতুব্বর উপজেলার উমেদপুর ইউনিয়নের লালমিয়া মাতুব্বরের ছেলে। তিনি উমেদপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার শিবচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সেলিম। অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাঁকে রাজধানীতে নিয়ে যাওয়া হয়। সেখানে আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় তাঁকে। পরে গতকাল রাতে মৃত্যু হয় সেলিমের।
শিবচর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক জানান, রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মাতুব্বরের মৃত্যুর খবর পেয়েছি। তাঁর মৃত্যুতে উপজেলা যুবলীগ গভীর শোক প্রকাশ করছে।