নাটোরে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে একাংশের সভাপতিসহ আহত ৬
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/15/photo-1568566690.jpg)
পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে নাটোরের বাগাতিপাড়ায় ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন একাংশের সভাপতি নাজমুল হাসান নাহিদসহ কমপক্ষে পাঁচজন। এদের মধ্যে নাহিদকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত শনিবার কাউন্সিলের মাধ্যমে আতিক হাসান বিদ্যুৎকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে অবৈধ ঘোষণা করে আজ নাজমুল হাসান নাহিদকে সভাপতি ও সিহাব মোহম্মদ সজলকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল হাসান জেমস ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম।
জেলা ছাত্রলীগ ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এ অংশের নেতাকর্মীরা আজ সন্ধ্যায় বাগাতিপাড়া রেলগেট এলাকায় গেলে সেখানে থাকা কাউন্সিলে গঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার জন্য দুই কমিটির নেতারা পরস্পরকে দায়ী করেছেন।