সড়কে গাছ ফেলে ডাকাতি, নছিমনচালককে কুপিয়ে জখম
মেহেরপুরের গাংনী উপজেলার সড়কে গাছ ফেলে বাস আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীদের কাছ থেকে ডাকাতদলের সদস্যরা লক্ষাধিক টাকা ও প্রায় ৪০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ছাড়া একটি নছিমনচালককে কুপিয়ে জখম করে তারা।
আজ বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের অলিনগর নামক স্থানে এ ঘটনা ঘটে।
ডাকাতির কবলে পড়া শ্যামলী পরিবহনের সুপারভাইজার মনিরুল ইসলাম জানান, শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-১১২৪) ঢাকা থেকে মেহেরপুর যাচ্ছিল। আজ ভোররাতে বাসটি অলিনগরে পৌঁছালে সেখানে সড়কের ওপর কয়েকটি গাছ পড়ে থাকতে দেখে বাস থামাতে বাধ্য হন চালক। বাস থেমে গেলে অস্ত্রধারী কয়েকজন ডাকাত বাসের মধ্যে ঢুকে চালককে জিম্মি করে। এ সময় তারা অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল কেড়ে নেয়। এ সময় ফাতেমা পরিবহনের একটি বাস একই পথে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা সেটিকেও আটক করে। দুটি বাসের যাত্রীদের কাছ থেকে লক্ষাধিক টাকা ও আনুমানিক ৪০টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এদিকে ওই পথ দিয়ে নছিমন নিয়ে যাওয়ার সময় রমজান আলী নামে এক নছিমনচালককে কুপিয়ে মারাত্মক জখম করে ডাকাতরা।
প্রত্যক্ষদর্শী শ্যামলী পরিবহনের যাত্রী মাকসুদ আলী জানান, ডাকাতরা নছিমন ছিনিয়ে নিতে গেলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওই নছিমনচালককে কুপিয়ে জখম করে ডাকাতরা। ডাকাতরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গাংনী হাসপাতালের আরএমও এম কে রেজা জানান, রমজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন জানান, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।