নদীপথে এসে ১০ দোকানে ডাকাতি
চাঁদপুরের হাইমচরে ১০টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে তেলিরমোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ব্যবসায়ী ও নৈশপ্রহরীসহ চারজন আহত হয়েছেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লাহ জানান, গতকাল দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেলিরমোড় বাজারে নদীপথে দুটি ট্রলারে করে আসে ২৫-৩০ জনের একটি ডাকাতদল। তারা দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন দোকানপাটে হামলা চালায়। এ সময় তারা তালা ভেঙে ১০টি দোকানে প্রবেশ করে মালামাল ও অর্থ লুটপাট করে।
দোকানে থাকা প্রায় পাঁচ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। তাদের বাধা দিতে গিয়ে ব্যবসায়ী ও নৈশপ্রহরীসহ চারজন আহত হন বলে জানান ওসি।
পরে তেলিরমোড় বাজারের ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ডাকাতদলকে ধরার জন্য ধাওয়া করলে ডাকাতরা আবার নদীপথেই পালিয়ে যায়।
রাতে এ ঘটনায় সন্দেহজনক হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য মাসুদ (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।
আহতরা বর্তমানে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।