যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া আটক
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশানের নিজ বাসা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভুঁইয়া।
মিজানুর রহমান ভুঁইয়া বলেন, খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশানের নিজ বাসা থেকে আটক করেছে র্যাব। তাঁকে এখন র্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর থানায় হস্তান্তর করা হবে।
এর আগে র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, ‘রাজধানীর মতিঝিলের ফকিরেরপুল এলাকায় ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনোতে আজ অভিযান চালিয়েছে র্যাব। ওই ক্যাসিনোর মালিক হচ্ছেন আটক যুবলীগ নেতা খালেদা মাহমুদ ভূঁইয়া।’
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনোতে অভিযান চালায় র্যাব। সে সময় সারওয়ার আলম বলেন, ‘ক্যাসিনোর ওই অভিযানে জুয়া খেলা অবস্থায় নারী ও পুরুষ মিলে ১৪২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্যাসিনোর ভেতর থেকে প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে। এসব টাকা আমরা এখনো গণনা করতে পারিনি। অভিযান শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’