শেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রী আহত সড়ক অবরোধ
শেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রী আহত হওয়ার ঘটনায় আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা অংশে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় সকাল থেকে এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম জানান, ‘সকালে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী আকলিমা রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। এতে উত্তেজিত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।’
এদিকে পলিটেকনিকের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে গতিরোধক না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে জানায়। তারা দ্রুত প্রতিষ্ঠানের সামনে গতিরোধক স্থাপনের দাবি জানায়।