বিএনপি নেতার ছোট ভাই মতিন আবারও রিমান্ডে
ঢাকায় ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার বিএনপি নেতা এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও পাঁচদিনের রিমান্ডে পেয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আসামি মতিনকে আটদিনের রিমান্ড শেষে আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন তাঁকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মনসুর আসামি মতিনের আবারও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৫ নভেম্বর তাঁকে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আটদিনের রিমান্ডে পাঠান।
আদালতে সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ হোসেন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গত ৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলের বড় আঁচড়া সীমান্ত থেকে এম এ মতিনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গত ২৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছিলেন, বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার কাইয়ুম তাভেলা হত্যার সন্দেহভাজন পরিকল্পনাকারী। তাঁর নির্দেশ ও পরিকল্পনায় তাভেলাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করেন মন্ত্রী।
তবে পরদিন বিএনপি নেতা কাইয়ুম বিবিসির কাছে দাবি করেন, ইতালির নাগরিক হত্যাকাণ্ডে তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, তাভেলা হত্যায় গ্রেপ্তার মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেলের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর কূটনৈতিকপাড়া গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক চেসারে তাভেলা। হত্যাকাণ্ডের প্রায় এক মাস পর গত ২৬ অক্টোবর এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তারের কথা জানান পুলিশের ডিবি শাখার সদস্যরা।
ভাগ্নে রাসেল ছাড়া ওই সময় গ্রেপ্তার অন্য তিনজন হলেন রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, শুটার রুবেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরীফ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চাক্কি রাসেল ছাড়া বাকি তিনজন এরই মধ্যে হত্যাকাণ্ডে ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
৫০ বছর বয়সী নিহত তাভেলা ছিলেন নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিসিও কো-অপারেশনের ‘প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি’র প্রকল্প ব্যবস্থাপক।