সাতকানিয়ায় হাতির আক্রমণে বৃদ্ধ নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/01/photo-1569907517.jpg)
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হাতির আক্রমণে রিপন চক্রবর্তী (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। চরতী ইউনিয়নের গ্রাম আদালত সহকারী বাবুল আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, আজ ভোররাতে বেশ কয়েকটি হাতি চরতী ইউনিয়নের দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা এলাকায় লোকালয়ে চলে আসে। এ সময় স্থানীয় জনসাধারণের সঙ্গে হাতি তাড়ানোর জন্য বাড়ি থেকে বের হন রিপন চক্রবর্তী। একপর্যায়ে হাতির আক্রমণে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় ওমর ফারুক নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হন।
চরতী ইউনিয়নের চেয়ারম্যান ডা. রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন শেষে এনটিভি অনলাইনকে জানান, চরতী ও এর আশপাশের এলাকায় প্রায় পুরো বছর হাতির আক্রমণ থাকলেও হাতিগুলোকে বনে ফেরানোর জন্য কর্তৃপক্ষের তেমন উদ্যোগ নেই। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।