চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে তিলে তিলে মারা হচ্ছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বর্তমান সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রেখে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি অসুস্থ। তাঁকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে তিলে তিলে মারা হচ্ছে। জনগণ কিন্তু বসে থাকবে না। এর জবাব তারা দেবে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতা এসব কথা বলেন।
এ সরকার অবৈধভাবে রাতের আঁধারে ভোট ডাকাতি করে পুলিশের সহায়তায় ক্ষমতায় রয়েছে—এমনটা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘এ সরকার জনগণকে ভয় পায়। এ জন্য তারা সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীতে বিএনপির জনসভায় বাধা দিয়েছে। এত কিছুর পরও নেতাকর্মীরা হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়েছে। এটি আমাদের জন্য আশাব্যঞ্জক খবর।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এ সরকার আমাদের সব সময় আদালতের বারান্দায় ঘোরাচ্ছে। আমি রাজশাহী থেকে এসে বাসায় যেতে পারিনি। সঙ্গে সঙ্গে আদালতে যেতে হয়েছে। আজকে আমি অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।’
মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিনসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।