ভৈরবে চাঁদাবাজির প্রতিবাদে অটোরিকশাচালকদের বিক্ষোভ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/01/photo-1569938041.jpg)
ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা থেকে অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে অটোরিকশা চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছেন কয়েকশ চালক। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে তারা মহাসড়কের কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে। এতে ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে দুপুর ১টার দিকে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে সমঝোতা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করলেও অটো চলাচল শুরু করতে পারেননি। চালকরা চাঁদা আদায়কারী মো. আলী ও মিজানের বিচার না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখার দাবিতে অটল।
চালকরা জানায়, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের লোকজন সিএনজিচালিত অটোরিকশায় চড়ে প্রতিদিন যাতায়াত করে থাকে। সহস্রাধিক অটোরিকশা ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড থেকে যাত্রী ওঠা-নামা করে। সম্প্রতি একটি প্রভাবশালী চক্র বাসস্ট্যান্ডে প্রবেশ করা অটোরিকশাচালকদের কাছ থেকে দৈনিক ভিত্তিক টোকেনের মাধ্যমে ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে।
চালকদের অভিযোগ, ওই চাঁদাবাজ চক্রের মো. আলী ও মিজান চাঁদার টাকা পরিশোধে কালবিলম্ব হলেই চালকদের শারীরিক নির্যাতনসহ নানাভাবে হয়রানি করে। তারা এই কর্মসূচি থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধসহ দুই আদায়কারীর বিচার দাবি করে।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদী অটোরিকশা চালকদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু জানান, ভৈরব অটোরিকশা স্ট্যান্ডে চালকদের সঙ্গে খারাপ ব্যবহারসহ চাঁদা দাবির অভিযোগে চালকরা মহাসড়কের কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে চালকদের বলেছেন, লিখিত অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।