মেহেরপুরে জামায়াতের ৮ কর্মী-সমর্থক আটক
নাশকতা প্রতিরোধে মেহেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামীর আট কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে জেলা সদর ও মুজিবনগর থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার আশরাফপুরের সাকা মিয়া (৩৮) ও ইয়ারুল ইসলাম (৩৫), মুজিবনগর উপজেলার জয়পুরের কুন্নত আলী (৪৫), ইয়ামিন হোসেন (৫০), পিন্টু মিয়া (৩৩) ও মোজাম্মেল হোসেন (৪৫), গোপালনগরের মোজাম্মেল হক (৫৮) এবং আনন্দবাস গ্রামের রিপন হোসেন (৩০)।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, নাশকতা প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। নাশকতা ঘটাতে পারে এমন সন্দেহভাজন হিসেবে আটজনকে আটক করা হয়েছে। এদের কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হবে।