লোহার সেতুতে বলগেটের ধাক্কা, ভেঙে পড়ার আশঙ্কা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/07/photo-1570468577.jpg)
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে লোহার সেতুতে বলগেটের ধাক্কায় সেতুটির নিচের পিলার ভেঙে গেছে। এ অবস্থায় সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানায়, আজ সোমবার সকালে সুগন্ধা নদী থেকে বালু নিয়ে একটি বলগেট পোনাবালিয়া খাল দিয়ে পাওতা গ্রামে যাচ্ছিল। পথে লোহার সেতুর নিচে পিলারে ধাক্কা খায়। এতে পিলারটি ভেঙে গিয়ে সেতুর মাঝখানে ফাটল দেখা দেয়।
সেতুটি দিয়ে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ও নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করে।
এ ছাড়া ওই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় ও শহিদীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেতুটি ভেঙে পড়ার আগেই পিলার ও ফাটল মেরামতের দাবি জানিয়েছে স্থানীয়রা।
২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেনাবালিয়া খালের ওপর লোহার সেতুটি নির্মাণ করে। তবে সেতুটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ।