সুগন্ধা নদী থেকে কারেন্ট জাল জব্দ, ২ জনের জেল-জরিমানা
নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরায় ঝালকাঠীর সুগন্ধা নদী থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত নদীতে অভিযান চালিযে এদের আটক করা হয়।
পরে আটক সঞ্জীব হালদারকে (২২) এক মাসের কারাদণ্ড এবং আব্দুর রাজ্জাককে (৫০) পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার রাতে মৎস্য বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ও বরিশাল র্যাব ৮-এর অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় নদী থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ জব্দ করা হয়।
অন্যদিকে আজ শনিবার সকালে একই নদীর নলছিটি ফেরিঘাট এলাকায় জেলেদের ঘরে ঘরে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
জব্দকৃত জালগুলো সকালে সুগন্ধা নদী তীরের ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি উপস্থিত ছিলেন।
জব্দ ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়।