দম্পতিকে মারধরের অভিযোগ
শেরপুরের হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন। ছবি : এনটিভি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক দম্পতিকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় গতকাল রোববার রাত ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত শুক্রবার হাতীবান্ধা ইউনিয়নের রেজাউল করিম ও লাভলী দম্পতিকে নাসিরের বাড়িতে ধরে নিয়ে যায় তাঁর লোকজন। ওই সময় চেয়ারম্যান নাসির ও তাঁর লোকজন রেজাউল দম্পতিকে হাত-পা বেঁধে মারধর করে।
ওই ঘটনার খবর পেয়ে পুলিশ চেয়ারম্যানের বাড়ি থেকে রেজাউল ও লাভলীকে উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার রাতেই রেজাউল করিম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন।
জানতে চাইলে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুক্রবারের মামলায় গতকাল রাতে চেয়ারম্যান নাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।