হানিফ ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই যাত্রী।
গতকাল বুধবার রাত আড়াইটার দিকে তিনজন যাত্রী নিয়ে মোটরসাইকেলটি ফ্লাইওভারের ওপর ডিভাইডারে আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত কামরুজ্জামান আসিফ (২৪) আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ছিলেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহত অন্য দুজন হলেন সোহেল হোসেন (২৮) ও খাদিজা আক্তার (২৫)।
নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, আসিফ লেখাপড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি তেজগাঁওয়ের নাখালপাড়ায় থাকতেন। রাতে মোটরসাইকেলে করে এই তিনজন কোথায় যাচ্ছিলেন, তা জানাতে পারেননি তিনি।
আলমগীর হোসেন আরো জানান, আজ সকালে খবর পেয়ে হাসপাতালে এসে আসিফের লাশ শনাক্ত করেন। দুর্ঘটনায় আহত আসিফের এক বন্ধু শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন সেন্টারে (পঙ্গু হাসপাতাল) ভর্তি রয়েছেন।
এ ব্যাপারে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি হানিফ ফ্লাইওভারের ডিভাইডারে আছড়ে পড়ে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।