ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে পুলিশের বাধা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/27/photo-1572178101.jpg)
ঝালকাঠিতে পুলিশের বাধার কারণে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি করতে পারেনি নেতাকর্মীরা। আজ রোববার সকাল ১০টার দিকে শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে জেলা যুবদল র্যালি বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। র্যালি নিয়ে সামনে এগোতে না পেরে নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে দলীয় কার্যালয়ের মধ্যে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে।
জেলা যুবদলের সভাপতি জি এম আবদুস সবুর কামরুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, সহসভাপতি কামাল মল্লিক ও পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন।
এ সময় বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।