মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজন গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/02/photo-1425306513.jpg)
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জামালপুরের অ্যাডভোকেট মো. শামসুল হক ও এফ এম ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জামালপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে স্থানীয় থানার পুলিশ। ছবি : এনটিভি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জামালপুরের অ্যাডভোকেট মো. শামসুল হক ও এফ এম ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জামালপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে স্থানীয় থানার পুলিশ। এর আগে দুপুরে এই দুজনসহ মোট আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই বিকেলে জামালপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে আজ দুপুরে অ্যাডভোকেট মো. শামসুল হক, এফ এম ইউসুফ আলী, অধ্যাপক ফরিদ আহমেদ, আশরাফ হোসেন, আব্দুল বারী, আব্দুল মান্নান, মো. হারুন, আবুল হাশেমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২।