খালেদা জিয়ার অসুস্থতাকে গোপন করছে সরকার : ফখরুল

সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতাকে গোপন করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চ্যলেঞ্জ দিয়ে বলেন, খালেদা জিয়া এতটাই অসুস্থ যে নিজে উঠে দাঁড়াতে পারেন না।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এ সরকার গণতন্ত্র আর ন্যায়বিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশকে বাকশালের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘শুধু ক্ষমতায় টিকে থাকবার জন্য, একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার জন্য, সেই লক্ষ্যে তারা আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অনেক দূর এগিয়েও গেছে। এবার তার কৌশলটা ভিন্ন। আমাদের নেত্রী, তাঁর (খালেদা জিয়া) অসুখ এতটা বেড়েছে, সেটাকে পর্যন্ত তারা গোপন করে তাদের পিজির ডিরেক্টর স্টেটমেন্ট দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে তাঁর (খালেদা জিয়া) শরীর এত খারাপ হয়েছে যে তিনি এখন নিজে উঠে দাঁড়াতে পারেন না। তিনি চেয়ারেও ঠিকমতো বসতে পারেন না।’
এদিকে অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা অভিযোগ করেন, ক্যাসিনো কাণ্ড, ক্রসফায়ার, গুম, পিটিয়ে হত্যা, চাঁদাবাজি, দুর্নীতি আর ব্যাংক ও শেয়ারবাজার লুটের মতো ঘটনায় দেশ ভরে গেছে। প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সারা দেশ হয় ক্রসফায়ার, নইলে গুম, নাহলে রেপ, না হলে সড়ক দুর্ঘটনা। মৃত্যুর মিছিল এখন সম্পূর্ণ বাংলাদেশ।’
জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘সম্রাটের বক্তব্যে বাহিরে পাবলিকের মধ্যে আলোচনা আছে, ডজন ডজন মন্ত্রী আছে, ডজন ডজন এমপি আছে, সরকারের টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত সবাই চাঁদাবাজি করেছে।’
গণফোরামের সভাপতি ড. কামাল কামাল হোসেন বলেন, ‘বাঙালি যখন ঐকমত্যে আসে, সেই শক্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। সেই শক্তির কাছাকাছি আমরা অলরেডি এসে গেছি।’