পাচার হওয়া ২৯ বাংলাদেশি আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/03/photo-1425325645.jpg)
ভারতে পাচার হওয়ার পর সেখান থেকে ছাড়া পেয়ে দেশে ফিরতে গিয়ে আটক হলেন ২৯ বাংলাদেশি। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ৩৮ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ভালো কাজের প্রলোভনে পড়ে ২৯ বাংলাদেশি ভারতে পাচারের শিকার হয়। পাচারকারীদের হাত থেকে ছাড়া পেয়ে এরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ফিরছিল। এ সময় বিজিবির ভোমরা কোম্পানির একটি টহল দল তাদের গ্রেফতার করে।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল গনি এনটিভি অনলাইনকে বলেন, আটকদের মধ্যে ১৪ জন নারী, ১১ জন পুরুষ ও চার শিশু আছে। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামে। তিনি আরো বলেন, মানুষ পাচারকারী দালালরা কয়েক মাস আগে ভারতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাচার করেছিল। সেখান থেকে ফিরে আসার সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।