ডুয়েটে অন ক্যাম্পাস রিক্রুটমেন্ট
থাইল্যান্ডভিত্তিক পোলট্রি ফিড উৎপাদক কোম্পানি সিপি গ্রুপ বাংলাদেশের আয়োজনে রোববার গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অন ক্যাম্পাস রিক্রুটমেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসানউল্লাহ মাস্টার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা জীবনবৃত্তান্ত জমা দেন এবং তাৎক্ষণিকভাবে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেন। এ ছাড়া প্যানেলভুক্ত থাকার জন্য এ দুই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরাও জীবনবৃত্তান্ত জমা দেন। সিপি গ্রুপ বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন বিভাগ ও প্রশাসন বিভাগ যৌথভাবে পরে ইন্টারভিউতে অংশগ্রহণকারীদের নিয়োগ চূড়ান্ত করবে।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন প্রতিনিয়ত বর্ধনশীল জনগোষ্ঠীর খাদ্যের সংস্থানের জন্য সিপি গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি বেশি গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে বলেন। ডুয়েটের পারদর্শী স্নাতকদের কর্মসংস্থানের জন্য এ ধরনের একটি ব্যতিক্রমী আয়োজনের জন্য তিনি সিপি গ্রুপকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম আখতার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, সিপি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সোম্বাত উংসিনচাই, সিপি গ্রুপের কনসালট্যান্ট ডা. আবদুল বাকী, রিক্রুটমেন্ট ম্যানেজার মো. কামরুজ্জামান, ম্যানেজার (এইচআরডি) মিয়া মো. নুরুজ্জামান প্রমুখ।
আয়োজক কমিটির সভাপতি ও পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহীন হাসান চৌধুরী, সিপি গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান সুপত থাড়াজান, এ এস এম সায়েম প্রমুখ।