গাংনীতে বোমাসহ একজন গ্রেপ্তার : র্যাব
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম থেকে অস্ত্র ও বোমা উদ্ধার করেছে র্যাব। এ সময় জিয়ারুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
র্যাব-৬-এর গাংনীর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ির একটি কক্ষ থেকে তিনটি বোমা, একটি চাপাতি ও দুটি রামদা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা আরো জানান, জিয়ারুলকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর নামে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।